২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-১৪, বিজ্ঞান

তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন’ থেকে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১। সব পদার্থই কী দিয়ে তৈরি?
ক. যৌগিক পদার্থ খ. অণু
গ. আয়ন ঘ. তল
২। পদার্থের অণুগুলো কী অবস্থায় থাকে?
i. গতিশীল ii. চলমান iii. স্থির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩। কোনো পদার্থের বেশি ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়াকে কী বলে?
ক. ইমবাইবিশন খ. ব্যাপন
গ. অভিস্রবণ
ঘ. শোষণ
৪. ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে কী সৃষ্টি হয়?
ক. তাপমাত্রা খ. চাপ
গ. ঘনত্ব ঘ. আপেক্ষিক তাপ

৫. নিচের কোনটি ব্যাপন প্রক্রিয়াকে নির্দেশ করে?
ক. তুঁতে পানিতে দ্রবীভূত হওয়া
খ. কিশমিশের পানি শোষণ
গ. গাছের পানি শোষণ
ঘ. মূল রোম দ্বারা পানি শোষণ

৬. জীবের কোন কাজে ব্যাপনপ্রক্রিয়া ঘটে?
ক. শারীরবৃত্তীয় খ. জৈবিক
গ. জৈব-রাসায়নিক ঘ. কৃত্রিম

৭। গ্লুকোজ জারণে কী ব্যবহৃত হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. অক্সিজেন
গ. পানি
ঘ. আয়রন

৮। প্রাণীদের খাদ্য রক্ত থেকে কোথায় পরিবাহিত হয়?
ক. অনুচক্রিকায়
খ. লোহিত রক্তকণিকা
গ. কোষে
ঘ. লসিকায়

৯। কোনগুলো অভেদ্য পর্দা?
i. পলিথিন
ii.কিউটিনযুক্ত কোষপ্রাচীর
iii. কোষ পর্দা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

১০। কোনটি ভেদ্য পর্দা?
ক. পলিথিন খ. কোষ পর্দা
গ. কোষপ্রাচীর ঘ. সুবেরিনযুক্ত কোষপ্রাচীর
উত্তর : ১.খ, ২.ক, ৩.খ, ৪.খ, ৫.ক, ৬.ক, ৭.খ, ৮.ঘ, ৯.গ, ১০.গ।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস

সকল